মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ 

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৭ নভেম্বর ২০২৪ , ১১:২৪ পিএম


মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ 
ছবি : আরটিভি

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জন জেলেকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। 

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় মাছসহ জেলেদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission