ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ এপ্রিল ২০২৪ , ০৭:১১ পিএম


ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি : আরটিভি

ঝালকাঠিতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে বিভিন্নস্থানে গাছপালা উপরে পরে অর্ধশতাধিক বাড়িঘর বিদ্ধস্থ হয়েছে। এ সময় ব্রজপাতে সদর ও কাঠালিয়া উপজেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। জেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে অনেক বসতঘর। 

বিজ্ঞাপন

রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের আটোরিকশা চালক বাচ্চু হাওলাদারের মেয়ে আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১) ও শেখেরহাট গ্রামের গৃহবধূ মিনারা বেগম (৩৫) এবং কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০)। 

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। 

এ দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি, সত্য নগর ও কৈবর্তখালি, পুটিয়াখালি, গাজিরহাট, চল্লিশকাহনি, বদনিকাঠিসহ বিভিন্ন স্থানে অর্ধশত বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলকায় রাস্তায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস হয়ে যায়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission