বসেছে জামাই মেলা, কেনাকাটা করা হয় শ্বশুরবাড়ির টাকায় 

আরটিভি নিউজ

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ , ০২:৩১ পিএম


বসেছে জামাই মেলা, কেনাকাটা করা হয় শ্বশুরবাড়ির টাকায় 
ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ পলাশপুর গ্রামে পাঁচ দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে এই মেলার উদ্বোধন করা হয়। মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল মেলার উদ্বোধন করেন। 

বিজ্ঞাপন

পাঁচ দিনব্যাপী এই মেলা মূলত মাছের মেলা। মেলার প্রথমদিন ও দ্বিতীয় থেকেই আনাচে-কানাচে ছিল উপচেপড়া ভিড়।

স্থানীয়রা জানান, গত দুই বছর ধরে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার তেঘড়িয়া এলাকায় পালন করা হচ্ছে এই উৎসব। মেলার মূল আকর্ষণ হচ্ছে ‘জামাই’। এ সময় আশপাশের গ্রামগুলোতে মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয়। মেলায় কেনাকাটার জন্য শশুর-শাশুড়ি তাদের টাকা দেন। সেই টাকা দিয়ে মেলা থেকে কেনাকাটা করে শ্বশুরবাড়িতে যান জামাইরা।

বিজ্ঞাপন

এক মাছ ব্যবসায়ী বলেন, গত বছরও তারা এই মেলায় এসেছিলেন। সেইবারও তারা ভালো বিক্রি করেছিলেন। আশা করছি এইবারও ভালোই বিক্রি হবে। সকালে থেকেই জমে উঠে এই মেলা। তবে বিকেলে তিল ধারনের ঠাঁই থাকে না।

এই মেলায় যমুনা নদীসহ বড় বড় দেশীয় মাছসহ দেশের বিল হাওড় ও সামুদ্রিক মাছ পাওয়া যায়। নদীর মাছ ছাড়াও লোকজ খাবার, কৃষি সামগ্রী, মৃৎশিল্প, চুড়ি ফিতা এবং নাগরদোলা, পুতুল নাচ, গ্রামীণ খেলাধুলার আয়েজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission