খিচুড়ি নিয়ে নৌকা সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

আরটিভি নিউজ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০১:২৯ পিএম


খিচুড়ি নিয়ে নৌকার সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
ছবি : সংগৃহীত

গাজীপুরে খিচুড়ি খাওয়া নিয়ে নৌকা প্রার্থীর উঠান বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় গাজীপুরের আউচপাড়া মামকি মোল্লা স্কুলের হলরুমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টায় ওই স্কুলে গাজীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থনে উঠান বৈঠক শুরু হয়। সাড়ে ১০টার সময় বৈঠক শেষ হলে খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেন। পরে বিদ্যালয়ের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি বৃদ্ধি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈঠকে জাহিদ আহসান রাসেল উপস্থিত না থাকলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে জটিল কিছু নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ আমাদের জানায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission