অবশেষে রেললাইন থেকে সরলেন অবরোধকারীরা

আরটিভি নিউজ

রোববার, ১৬ জুলাই ২০২৩ , ০৩:২৭ পিএম


আন্দোলনরত শ্রমিকরা
আন্দোলনরত শ্রমিকরা

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর অবশেষে আলোচনার আশ্বাসে রেললাইন থেকে সরলেন আন্দোলনরত শ্রমিকরা।

বিজ্ঞাপন

রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে রেল ভবনের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন তারা।

এর আগে, চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ সময় তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

বিজ্ঞাপন

‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে সকাল ১০টায় দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission