আগামী ২৫ ফেব্রুয়ারি ফটিকছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:২৯ পিএম


আগামী ২৫ ফেব্রুয়ারি ফটিকছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী

ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় আগামী ২৫শে ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উক্ত প্রদর্শনীতে সকল খামারি, দুগ্ধজাত পণ্য ব্যবসায়ী, সকল ওষুধ ও ফিড সেলারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রদর্শনী উপলক্ষে স্টল বরাদ্দের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারির এর মধ্যে সকলকে অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রদর্শনীতে খামারিদের পশু পরিবহন ও সংরক্ষণে অফিস কর্তৃক সহযোগিতা করা হবে। এছাড়া প্রদর্শনীতে সকল ক্যাটাগরিতে ১ম, ২য়, তয় স্থান অর্জনকারী খামারিদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission