লক্ষ্মীপুরে তিন ইউপিতে আ.লীগ প্রার্থীর জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ১১:০৮ পিএম


লক্ষ্মীপুরে তিন ইউপিতে আ.লীগ প্রার্থীর জয়
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর ও রামগতি উপজেলার তিন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এরমধ্যে সদরের দিঘলী ইউনিয়নে উপ-নির্বাচনে সালাউদ্দিন চৌধুরী জাবেদ, রামগতির বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ মিজান ও চর আবদুল্লাহ ইউনিয়নে কামাল উদ্দিন মঞ্জুর জয়ী হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন স্ট্রোকজনিত কারণে মারা গেল ইউনিয়নে উপ-নির্বাচন দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগের সালাউদ্দিন চৌধুরী জাবেদের সঙ্গে আলতাফ হোসেন খান (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের হাসান মাকসুদের সঙ্গে চশমা প্রতীকে আবদুল খালেদ মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসান মাকসুদ বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে একই উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন মঞ্জুর সঙ্গে আনারস প্রতীকে বেলাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission