সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রায় যাত্রীদের বাড়ি ফিরতে স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফিরতি যাত্রাতেও সড়কপথে ভোগান্তি থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
আজ রোববার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশ যানজটমুক্ত, ভোগান্তি অনেক কম, রাস্তায় গতি কম। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করেছে। আশা করছি ঈদের পর বাড়ি ফেরাও নিরাপদ হবে।’
তিনি বলেন, আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এজন্য আমি প্রধানমন্ত্রীকেও কৃতিত্ব দেব। কারণ তিনি সবসময় মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এবার যানজট, দুর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন যন্ত্রণা সয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসার সময়ও কোনো সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে এবং আমিও রাস্তায় থাকবো।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ।
সি/