ব্রাসেলস রেল স্টেশনে সন্দেহভাজন বোমা বহনকারী গুলিতে নিহত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২১ জুন ২০১৭ , ১১:১০ এএম


ব্রাসেলস রেল স্টেশনে সন্দেহভাজন বোমা বহনকারী গুলিতে নিহত (ভিডিও)

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এর একটি রেল স্টেশনে আত্মঘাতী হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। 

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানান, নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হবার আগে ওই ব্যক্তি ব্রাসেলস কেন্দ্রীয় রেল স্টেশনের ভেতরে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটান।

দেশটির প্রসিকিউটররা পরবর্তীতে জানান, হামলাকারী ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় সাধারণ নাগরিক কেউ হতাহত হয়নি। 

বিজ্ঞাপন

এর আগে, ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে হামলা চালিয়ে ৩২ জনকে হত্যা করেছিলো সন্ত্রাসীরা। তখন এ হামলার দায় স্বীকার করে তথাকথি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। 

বেলজিয়ামের সংবাদপত্র লা লিবেয়ার প্রসিকিউটরদের বরাতে জানাচ্ছে, নিহত হামলাকারী একটি র‌্যাকস্যাক বহন করছিলেন এবং তার শরীরে বেল্ট দ্বারা বোমা বাধা ছিলো। তিনি ওই স্টেশনের নিরাপত্তা রক্ষীদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছোট্ট একটি বিস্ফোরণ ঘটান বলেও জানা গেছে। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission