র‍্যাব পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ডাকাতি, গ্রেপ্তার ৪

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ মার্চ ২০২২ , ১০:২৭ এএম


র‍্যাব পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ডাকাতি, গ্রেপ্তার ৪
র‍্যাব পরিচয়ে তেল ডাকাতি, গ্রেপ্তার ৪

নরসিংদীর শিবপুরে র‍্যাব পরিচয়ে ট্রাক ভর্তি ৬০ ড্রাম সয়াবিন তেল ডাকাতির মামলায় আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি থানার শংকরপুর উত্তর গ্রামের রুবেল রানা (২৮), পটুয়াখালী সদর থানার কেওবনিয়া এলাকার মো. লিটন (৩৭), ঢাকার খিলগাঁও নন্দীপাড়া বটতলা মাইজপাড়া এলাকার বিজয় (২৫) ও শেরপুরের শ্রীবর্দি এলাকার আলামিন (২৭)। তাদের দেওয়া তথ্যমতে লুট হওয়া তেল উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কিশোরগঞ্জের এক তেল ব্যবসায়ীর কেনা ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে কিশোরগঞ্জে ফিরছিল। পথে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় একটি নোয়াহ মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন নেমে র‍্যাব পরিচয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের গাড়িতে উঠায়। পরে তাদেরকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাক অন্যত্র নিয়ে তেল লুট শেষে ট্রাকসহ চালক ও হেলপারকে ফেলে রেখে যায়। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় ডাকাতির মামলা হয়েছে।

মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও ডাকাতি হওয়া স্থানের সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে বুধবার রাতে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

তাদের দেওয়া তথ্যমতে, শেরপুরের নকলা থানার মেসার্স ওয়ামামা ওয়েল মিলের ভেতর থেকে ২৩টি ড্রাম ভর্তি ৪ হাজার ৭ শত লিটার পামওয়েল সয়াবিন ও ৩৭টি খালি ড্রাম উদ্ধার করা হয়। এ সময় ওই মিলের মালিক স্থানীয় ওয়ালী উল্লাহ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে তেল কেনার কথা স্বীকার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission