কুয়াকাটা সৈকতে দেখা মিলল মৃত জেলিফিশের

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১১:২৮ এএম


কুয়াকাটা সৈকতে দেখা মিলল মৃত জেলিফিশের

পটুয়াখালীর কুয়াকাটায় চর বিজয়ে ভেসে আসছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মৃত এসব জেলিফিশ দেখতে পান স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, জোয়ারে শত শত জেলিফিশ বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে ভেসে আসে। এ ছাড়া কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু মৃত জেলিফিশ দেখতে পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, মূলত এসব জেলিফিশ জোয়ারের সময় জীবিত অবস্থায় সৈকতে ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায় প্রাণীগুলো। 

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সমুদ্রে জেলিফিশগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির। তবে চাঁদের মতো দেখতে বলে এদের মুন জেলিফিশও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী না।

তিনি আরও জানান, অনেক সময় জেলিফিশ খাদ্য অন্বেষণের জন্য ওপরের দিকে চলে আসে তবে একেবারে ওপরে নয়। হয়তো খাদ্যের জন্য এসে এ প্রাণী বাতাসের চাপে সৈকত এলাকায় চলে এসেছে। পরে বালুতে আটকা পড়ে মারা গেছে। এরা সমুদ্রে বাতাসের গতি কিংবা ঢেউয়ের বিপরীতে চলতে পারে না।

উল্লেখ্য, জেলিফিশ এক ধরনের মেরুদন্ডহীন প্রাণী। নামে ফিশ হলেও এটি মাছ নয়। ঘণ্টাকৃতি জেলীসদৃশ প্রাণীটি প্রাণী জগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তগর্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission