ফের ট্রাম্পের হাত ধরলেন না মেলানিয়া (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৪ মে ২০১৭ , ০৩:৪৫ পিএম


ফের ট্রাম্পের হাত ধরলেন না মেলানিয়া (ভিডিও)

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী তিনি। সফরে গিয়ে  ট্রাম্পের বাড়িয়ে দেয়া হাতকে প্রত্যাখ্যান করলেন ফার্স্ট লেডি। তাও একবার নয় পরপর দুদিন একই ঘটনা ঘটালেন । আর সেটা করলেন ক্যামেরার সামনেই। আর এসব ছবি লুফে নিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

প্রথম ঘটনাটি ঘটেছিল গেলো সোমবার ইসরায়েলে আর শেষ  ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে নামতে শুরু করেছেন ট্রাম্প ও মেলানিয়া। আছেন পাশাপাশি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলেন ফার্স্ট লেডি মেলানিয়ার দিকে। মেলানিয়া হাতটি না ধরে ধরলেন নিজের চুল। ঠিকঠাক করে নিলেন চুল। প্রেসিডেন্ট অবশ্য বিষয়টাকে বেশ স্মার্টলি সামলে নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগের ঘটনাটি ইসরায়েলের বিমানবন্দরে ঘটে। দেশটিতে পৌঁছে উড়োজাহাজ থেকে নামেন ট্রাম্প-মেলানিয়া দম্পতি। বিমানবন্দরের লালগালিচা দিয়ে হাঁটছিলেন দু’জন। এর মাঝে ট্রাম্প স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু তিনি তা ধরেননি, বরং হালকা চাপড় দিয়ে সরিয়ে দেন। ক্যামেরায় ধরা পড়া সে দৃশ্য যথারীতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই দ্বিতীয়বার একই ধরনের ঘটনা ঘটল।

সৌদি আরব দিয়ে ট্রাম্প-মেলানিয়ার সফর শুরু হয়। সেখান থেকে তাঁরা ইসরায়েল, ফিলিস্তিন হয়ে ইতালি গেছেন।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এপি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission