রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় প্রায় ২ কোটি টাকা মূল্যের এক কোজি ৯১৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫।
সোমবার (১৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানান। এর আগে রোববার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটককৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সুবুদ্দি এরাকার সাচ্চু মণ্ডলের ছেলে শুকুর মণ্ডল (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, রোববার (১৫ আগস্ট) রাতে মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে র্যাব-৫ রাজশাহীর একটি দল পদ্মা আবাসিকের লেক এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন যুবক। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছে প্লাস্টিকের ছোট ছোট প্যাকেটে ভর্তি ১ কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এর পরে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন মণ্ডল। এ ঘটনার রাতেই তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
জিএম