রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে ঢাকা উত্তর সিটি করপোরেশন দিয়েছে টয়লেট আর পানি ছিটিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে স্বস্তি প্রকাশ করেছেন সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার পর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমাবেশস্থলের পাশে বারডেম, বিএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথঘেঁষা শাহবাগ মোড় ও পার্শ্ববর্তী সড়কে পানি ছিটানো হয়।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন শাহবাগ ফুল মার্কেট ও শিশুপার্ক-সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ টয়লেট বসানো হয়, যাতে দূর-দূরান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা সহজেই ব্যবহার করতে পারেন। এই ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করে নেতাকর্মীদের প্রশংসা কুড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঢাকার এই দুই সিটি করপোরেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যদি সিটি করপোরেশনগুলো এমনভাবে সহায়তা করে, তাহলে জনদুর্ভোগ কমবে এবং কর্মসূচির পরিবেশও থাকবে শৃঙ্খলিত।
আরটিভি/কেএইচ/এস