ভাইরাল সেই ছবির সাহায্যকারী ছেলের পরিচয়

আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০৮:৪৫ পিএম


ভাইরাল সেই ছবির সাহায্যকারী ছেলের পরিচয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর গত ২১ জুলাই একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, পেছনে মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। একটি ভবনে আগুন জ্বলছে। সেই ভবনের সামনে দগ্ধ, রক্তাক্ত এক ছেলেকে জড়িয়ে ধরে সাহায্যের জন্য চিৎকার করছে এক কিশোর। ভিডিও থেকে এক দৃশ্যের একটি ছবি তৈরি করেন কেউ একজন। পরে ছবিটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিটি শেয়ার করে অনেকেই নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন। এর মধ্যে একটি ক্যাপশন ছিল মর্মস্পর্শী। তা হলো, ‘আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল, আমি জানতাম তুমি আসবে!’

জানা গেছে, আহত ও সাহায্যকারী কিশোর কেউ কাউকে চেনে না এবং তারা সহপাঠী বা বন্ধু নয়। ঘটনার সময় সাহায্যকারী কিশোর আহত সেই অচেনা কিশোরকে উদ্ধারে ছুটে গিয়েছিল। ভিডিওতে সাহায্যকারী কিশোরের চেহারা স্পষ্ট হলেও আহত কিশোরের শুধু পেছন দিকটা দেখা যায়।

বিজ্ঞাপন

সাহায্যকারী কিশোরের নাম মো. আরমান হোসেন মোস্তফা (১৩)। সে মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের ষষ্ঠ শ্রেণির মার্স (মঙ্গল গ্রহ) শাখার ছাত্র। ব্যবসায়ী রফিকুল ইসলাম এবং আয়েশা বেগমের ২ মেয়ে ও ৩ ছেলের মধ্যে চতুর্থ সে। 

উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্মিত বহুতল ফ্ল্যাট ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চার বছর ধরে বসবাস করছে মোস্তফার পরিবার।

মোস্তফার বড় দুই বোন রাবেয়া আক্তার ও নাদিয়া আক্তার বিয়ে করে আলাদা সংসারে। এই বাসায় তিন ভাই মা–বাবার সঙ্গে থাকে। বড় ভাই মো. আবির হোসেন আন্তর্জাতিক ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে গ্র্যাজুয়েশন করার জন্য ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। 

বিজ্ঞাপন

তিন বছর মাদরাসায় পড়ে বাংলা মাধ্যমের স্কুলে ভর্তি হওয়ার কারণে কিছুটা পিছিয়ে মোস্তফা। ছোট ভাই মো. আদিব হোসেন মিকাইল তার সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission