ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টিরও বেশি হত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও মাসে ৫টি ডাকাতি ও ১৭৮টি চুরির ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির কার্যক্রমের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ডিএমপির মামলার পরিসংখ্যান তুলে ধরে তালেবুর রহমান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ঢাকায় মহানগরের ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১২১টি খুন এবং ১০৬৮টি চুরির মামলা হয়েছে। প্রতি মাসে ২০টির অধিক হত্যা, ডাকাতি ৫টির ঘটনা ঘটেছে। এছাড়া প্রতি মাসে গড়ে ৪৬টি ছিনতাই মামলা, মাসে ৭০টি চাঁদাবাজির মামলা হয়েছে। সার্বিকভাবে ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মনে করছে ডিএমপি।
তালেবুর রহমানের দাবি, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, গতকালও ডিবি ওয়ারির একটি টিম ১২৩টি চোরাই মোবাইলসহ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুরের কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের আনোয়ারের নিশাত ও রাসেল ওরফে এসটি রাসেল নামে দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে ডিসি তালেব বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছি। বিভিন্ন ডাইভারশন, ট্রাফিক আইনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৪৫টি মামলা, ২৮২ ডাম্পিং ও ৮৩টি গাড়ি র্যাকার করা হয়েছে।
১১ দিনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছি।
এসময় তিনি সবাইকে আস্বস্ত করে বলেন, নগরবাসীকে আইন মেনে চলতে হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদের নিরাপত্তা ও নিরাপদ চলাচলে ডিএমপি আন্তরিকভাবে সার্বক্ষণিক কাজ করছে।
আরটিভি/এএইচ