গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১৮৬

আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১২:৫৫ পিএম


গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১৮৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০টি থানা এলাকায় দুই পালায় মোট ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতের টহল টিম ছিল ২৫৯টি এবং দিনের টিম ছিল ২১২টি। এসব টহল টিমের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল টিম, ২০টি ফুট পেট্রোল টিম এবং ২৭টি হোন্ডা পেট্রোল টিম। পাশাপাশি মহানগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বসানো হয় ৬৬টি পুলিশি চেকপোস্ট।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একজন ডাকাত, পাঁচ জন চোর, ১৩ জন মাদককারবারি, দুই জন প্রতারক, ১২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও অনেকে। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির মুখপাত্র আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৩৩টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগের অভিযানে চুরি হওয়া ১২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। এ ছাড়া ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রুপের দুই সদস্য—মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল ওরফে ‘পেস্টিং রাসেল’ (২৩)-কে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও, রাজধানীর গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারটি চেক উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা। এই ঘটনায় কলাবাগান থানায় পৃথক একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ডিএমপি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫০টি থানায় মোট ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি হত্যাকাণ্ড এবং ১ হাজার ৬৮টি চুরির মামলা রুজু হয়েছে। বর্তমানে ডিএমপির তদন্তাধীন মামলার সংখ্যা ৭ হাজার ৮১২।

এদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৪৫টি মামলা করেছে। এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরটিভি/টিআই


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission