ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে প্রবাসী যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৪:২৮ পিএম


ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে প্রবাসী যুবক, অতঃপর...
সংগৃহীত ছবি

যুক্তরাজ্য থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক প্রবাসী যুবক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওই প্রবাসী যুবকের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রবাসী যুবকের পরিবার জানায়, বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা নিজেদের পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করতে চান না।

পরিবারটির একজন সদস্য জানান, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, তাদের হয়তো বিমানবন্দর থেকে ফলো করা হয়েছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যে রকম লাইট ব্যবহার করি সে রকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।

বিজ্ঞাপন

কেউ আহত হয়েছেন বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, সে রকম কেউ আহত হয়নি। তবে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission