ঢাকার রাস্তায় হঠাৎ উপড়ে পড়ল গাছ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৬:৩৯ পিএম


ঢাকার রাস্তায় হঠাৎ উপড়ে পড়ল গাছ
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রচণ্ড বাতাসে সড়কের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ গাছটি দ্রুত সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের পূর্ব সিগন্যালের মিডওয়ে আইল্যান্ডে এ ঘটনা ঘটে। পরে গাছটি পুনরায় দাঁড় করানো হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তাদের সক্রিয় সহায়তায় গাছটি দ্রুত পুনরায় দাঁড় করানো হয় এবং সড়কে স্বাভাবিক যানচলাচল নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

Capture

এ সময় সাধারণ জনগণ ও চালকরা ট্রাফিক পুলিশের এই তাৎক্ষণিক সাড়া ও দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission