ব্যবসায়ীর লাইসেন্সকৃত ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০১:৩৬ পিএম


ব্যবসায়ীর লাইসেন্সকৃত ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারের সময় তার হেফাজতে থেকে পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানার বরাত দিয়ে উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বনশ্রী মেইন রোডে আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতপরিচয়ের যুবক তাকে ধরে গাড়িতে তোলেন। ওই যুবকও গাড়িতে উঠে বসেন। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেন। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান।

তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ছিনতাই মামলার আসামি দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেপ্তাত করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ভাড়া বাসার শয়নকক্ষে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission