সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৬:১২ পিএম


সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

মধ্যরাতে পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষাসচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন। এ সময় তারা ভেতরে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশি ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর এমন ঘটনা ঘটে। 

আজ সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন। দুপুর গড়াতে আন্দোলনকারীরা একপর্যায়ে ঢুকে পড়েন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে।

বিজ্ঞাপন

sec_2

সকালের দিকে পরীক্ষা স্থগিতের খবর জানার আগেই অনেক শিক্ষার্থী পরীক্ষা বয়কটের ডাক দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা সচিবালয়ের দিকে চলে আসেন। সচিবালয়ের গেটে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে যায়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দেন তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তখন তারা স্লোগান দিচ্ছেন তারা। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission