ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক

আরটিভি নিউজ  

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৫:১৪ এএম


ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক
রাজধানীতে বিশেষ অভিযানে সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরায় একটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও এক পুলিশ কনস্টেবলসহ সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) রাতে সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গলের (মেক) নেতৃত্বে একটি বি টাইপ টহল দল মুসলিম নগর আশরাফ আলী রোড থেকে তাদের আটক করে।

আটক পুলিশ সদস্যের নাম কনস্টেবল আবু ইউসুফ। তিনি উত্তরার ৫ এবিপিএনে কর্মরত। আটক অপর দুজন মো. সুমন হুসেন এবং মো. রুবেল।

বিজ্ঞাপন

সেনাবাহিনী সূত্র জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল জব্দ করেছে সেনাবাহিনী। এর মধ্যে মোবাইল ২টি, টাকা ১৩৭ (খুচরা, ইয়াবা সেবনে ব্যবহৃত), ডেবিট কার্ড ৫টি, গ্যাস লাইট ১২টি, ড্রাইভিং লাইসেন্স ১টি, ইয়াবা সেবন স্টিক ৪টি, ফুয়েল পেপার ১ গজ, ল্যাপটপ ১টি, সিমকার্ড ৩টি, পাওয়ার ব্যাংক ১টি, কি-বোর্ড ২টি, সিগারেট পাইপ ১টি ও চাকু ১টি। আটককৃত মাদক ব্যবসায়ীদের ডেমরা থানা পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission