কয়েল জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের নারীসহ দগ্ধ ৩

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৯:৩১ এএম


গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারীসহ দগ্ধ ৩
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তার মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)।

বিজ্ঞাপন

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি বলেন, রাত পৌনে দুইটার দিকে বিকট একটি শব্দ পান তারা। এরপরে ওই বাড়িটি থেকে চিৎকারের শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, পরিবারটির ৩ জনের শরীর আগুনে ঝলসানো। দরজা-জানালা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, তাদের ধারণা বাসায় লিকেজের কারণে গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission