পিআরআই’র প্রতিবেদন

রাজধানীর যানজটে বছরে নষ্ট হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৫:৩১ পিএম


রাজধানীর যানজটে বছরে নষ্ট হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীতে যানজটে বছরে ৫ মিলিয়ন ঘণ্টা সময় নষ্ট হচ্ছে এবং ক্ষতি হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা; যে টাকা দিয়ে দুটি করে এমআরটি লাইন তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (রোড, ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ) ড. শেখ মঈনুদ্দিন। 
 
বৃহস্পতিবার (২৬ জুন) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্থলি ম্যাক্রোইকোনমি ইনসাইটস (এমএমআই) প্রকাশ এবং বাজেট পরবর্তী পর্যালোচনা উপলক্ষে পিআরআই এ সেমিনারের আয়োজন করে থাকে।

বিজ্ঞাপন

রোড ট্রান্সপোর্ট একটি দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখে মন্তব্য করে শেখ মঈনুদ্দিন বলেন, বরাদ্দের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা দরকার। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা দরকার। যেমন—যেকোনো অবকাঠামোর ক্ষেত্রে প্ল্যানিং, ডিজাইন এবং বাস্তবায়নের মধ্যে কোনো সমন্বয় থাকে না। রেল, নৌ, বিমান এবং সড়কের জন্য পৃথক চারটি মন্ত্রণালয় আলাদাভাবে কাজ করে। এগুলো সব একটি জায়গা থেকে সমন্বিতভাবে হলে ভালো হতো।
 
তিনি আরও বলেন, আমাদের দেশে দরপত্র প্রক্রিয়ায় অনেক সময় চলে যায়। সেই সঙ্গে প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদন হতেই চার-পাঁচ বছর চলে যায়। পরে এক্সচেঞ্জ রেটের পরিবর্তনসহ সব কিছুরই দামে পরিবর্তন ঘটে। তাই ট্রাসপোর্টেশন খাতে অবকাঠামো মাস্টারপ্ল্যান করা প্রয়োজন।

পিআরআই’র চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদী সাত্তার নিজে এবং পিআরআই’র মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। 

বিজ্ঞাপন

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission