মেয়র হিসেবে শপথ পাঠ করাতে সময় বেঁধে দিলেন ইশরাক

আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৮:৪৬ পিএম


মেয়র হিসেবে শপথ পাঠ করাতে সময় বেঁধে দিলেন ইশরাক
ডিএসসিসি মেয়র হিসেবে শপথগ্রহণ ইস্যুতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিচারক ও বিচারকার্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিষোদগার ও কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথগ্রহণ ইস্যুতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য আগামী এক মাস সময় বেঁধে দিয়ে ইশরাক অভিযোগ করেন, আমি বিএনপি প্রার্থী, তাই তারা আমার বিপক্ষে। তারা চায় নিজেদের প্রশাসক বসাবে এবং যেসব লুটপাট চলছে তা নিশ্চিন্তে চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

যারা বিরুদ্ধে কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে। ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তবে, অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে বক্তব্য অনেকে দিচ্ছে সেটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সকল আইনি পদক্ষেপ মেনেই আমরা এই রায় পেয়েছি।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে জানিয়ে ইশরাক বলেন, সরকারের ভিতরেই আরেকটি দল হয়েছে যারা নিজেদের জন্য কাজ করছে।

এ সময় আইন উপদেষ্টার আসিফ নজরুলের দেয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়ে ছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের নিয়ম থাকায়, তিনি রেসপন্স (আইন উপদেষ্টা) না করায় নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়। এটি নিয়ে এমন বক্তব্য খুব দুঃখজনক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন এবং ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, চলমান আন্দোলনের জন্য আমি কোনো ঘোষণা দেইনি, তাই আন্দোলন নিয়ে কোনো পদক্ষেপের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকারকেও অস্বীকার করতে পারি না। যারা বাধা দিয়েছে তারা ফ্যাসিবাদের দোসর।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission