জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
এর আগে, পলককে আদালতে হাজির করে রাসেল গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।
এদিকে, শুনানি শুরুর আগে পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সাথে কথা বলেন। এ সময় কারাগারে কীভাবে সময় কাটছে- আইনজীবীর প্রশ্নের উত্তরে পলক বলেন, কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি।
শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘আছি কোনোরকম।’ এ সময় পলকের কোমরে ব্যাকপেইন রোধক বেল্ট দেখা যায়।
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেছেন তিনি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আরটিভি/আরএ