বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে সর্বশেষ যে তথ্য জানাল আইএসপিআর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৩:২৫ পিএম


বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে সর্বশেষ যে তথ্য জানালো আইএসপিআর
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে এখনও ১৬৫ জন বিভিন্ন হাসপাতলে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা নিচে তুলে ধরা হলো- 

বিজ্ঞাপন

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল: আহত  ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। এর মধ্যে ২৫ জনই শিশু বলেও জানান তিনি। দুপুরের মধ্যে আরও চারজনের মৃত্যুর সংবাদ দিলো আইএসপিআর।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission