জিয়াউর রহমানের মাজার জিয়ারত জেডআরএফ’র 

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৭:১৯ পিএম


জিয়াউর রহমানের মাজার জিয়ারত জেডআরএফ’র 
ছবি : সংগৃহীত

ঈদুল আযহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। পরে সেখানে মাজার জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাতে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেডআরএফ’র পরিচালক ডা. এ এস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. এ কে এম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হকসহ শতাধিক ব্যক্তি।

বিজ্ঞাপন

মাজার জিয়ারত শেষে জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আমার ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা জেডআরএফের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছি।

তিনি বলেন, জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফ’র এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission