সবার আগে জনগণের কল্যাণের কথাই চিন্তা করতে হবে

বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ , ০৭:৩০ পিএম


সবার আগে জনগণের কল্যাণের কথাই চিন্তা করতে হবে

সবার আগে জনগণের কল্যাণের কথাই সবাইকে চিন্তা করতে হবে। তাদেরকে কতটুকু দিতে পারছি। দেশের কতটুকু উন্নয়ন করতে পারছি এবং দেশকে কতটুকু মর্যাদার আসনে নিয়ে যেতে পারছি তা ভবতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

বিজ্ঞাপন

বুধবার সকালে তার তেজগাঁও কার্যালয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) ৪র্থ বৈঠকের প্রারম্ভিক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) সংশ্লিষ্টদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ক্ষমতা কোন ভোগের বা নিজের ভাগ্য পরিবর্তনের বিষয় নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য। জনগণকে আর একটু ভালো রাখাই তাঁর সরকারের সার্বক্ষণিক চিন্তা।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই আমাদের আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যেতে হবে। প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তরকে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের সকল জনগণকে শিক্ষিত করে তুলতে চায়। যাতে করে যেকোন উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভবপর হয়।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission