যুক্তরাষ্ট্রের একটি পার্কে ঈদ উদযাপনের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া শহরের ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছে পার্কে প্রায় এক হাজার মানুষ ঈদ উদযাপন করছিলেন। এ সময় দুটি গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে, এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। তবে, পাঁচজনকে আটক করা হয়েছে।
ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, দুই পক্ষের মধ্যে প্রায় ৩০টি গুলি বিনিময় হয়েছে। দ্বন্দের জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।