পুষ্পা ২ : যত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ , ০১:৪৯ পিএম


পুষ্পা ২  : যত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন
ছবি : সংগৃহীত

২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী চিত্রনায়ক আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি। মুক্তির পরেই সিনেমাটি রচনা করে নতুন এক ইতিহাস। টিজার থেকে লুক, সবটা এতটাই জনপ্রিয় হয় যে, শুধু ভারত নয় গোটা বিশ্বই ভোগে পুষ্পাজ্বরে। ওই সিনেমায় তিনি পারিশ্রমিক নেন ৪৫ কোটি টাকা। 

বিজ্ঞাপন

‘পুষ্পা’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর এবার ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় দ্বিগুণ। অর্থাৎ ৮৫ কোটি টাকা। অবশ্য তার কারণও আছে। পুষ্পার পর ‘পুষ্পা ২: দ্য রুল’-এও তিনি চরিত্রের খাতিরে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। দর্শক দেখবেন আরও এক কদম এগিয়ে থাকা আল্লু অর্জুনকে।

ইউটেউবে প্রকাশিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার টিজারে দেখা গেছে, সবার প্রিয় পুষ্পার খোঁজ চলছে। সর্বত্রই তোলপাড়, তার গায়ে গুলিও লেগেছে। অনেকে মনে করে সে মৃত। এভাবেই এগোতে থাকে গল্প। পরে জানা যায়, সে জীবিত। তখনই সবাই আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। 

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিমেনাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission