আলেপ্পো হামলায় শঙ্কিত জাতিসংঘ

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ , ১২:৫৯ পিএম


আলেপ্পো হামলায় শঙ্কিত জাতিসংঘ

সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলা জোরদার করায় শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

বিজ্ঞাপন

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আলেপ্পোয় বিমান হামলার খবরে জাতিসংঘ মহাসচিব শঙ্কিত। এ দিনটিকে তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা করার বৈশ্বিক অঙ্গীকারের জন্য কালো অধ্যায় বলে অভিহিত করেছেন।

যুদ্ধবিরতি ভেঙে যাবার পর সিরীয় সরকার আলেপ্পো শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করে। গেল দু’দিনে এলাকাগুলোতে অন্তত ২০০ বিমান হামলা চালানো হয়। এতে নিহত হয় শতাধিক লোক।

বিজ্ঞাপন

পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম সঙ্কটে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ।

ইউনিসেফের মুখপাত্র কাইরন ডয়ার বিবিসিকে বলেন, পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্দশা নেমে আসতে পারে আলেপ্পোয়। বেঁচে থাকার জন্য দূষিত পানিই এখন অবলম্বন স্থানীয়দের। এতে পানিবাহিত রোগ মহামারি আকার ধারণ করার ঝুঁকি দেখা দিয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে রোববার সকালে নিউইয়র্কে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিজ্ঞাপন

এফএস/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission