ফিফা কনফেডারেশন্স কাপের প্রথম সেমিফাইনালে বুধবার রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে চিলি। রাশিয়ার কাজানে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ খেলায় নিউজিল্যান্ডকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইউরো চ্যাম্পিয়নরা।
দারুণ ফর্মে রয়েছেন, সিআর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। অপর দিকে ‘বি’গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিতে উঠেছে চিলি।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। গ্রুপ পর্বের দুর্বলতাগুলো কাটানোর পাশাপাশি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলিকে বিশেষ নজর রাখতে হবে রোনালদোর দিকেও।
এখন পর্যন্ত দু’দলের একবারের মোকাবেলায় জয় পায়নি কেউ। ১-১ গোলে ড্র হয়েছে সে ম্যাচ।
ওয়াই/জেএইচ