ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া ও পদুয়ারবাজারে আলাদা দুর্ঘটনায় ৩ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন।
মঙ্গলবার এ দুর্ঘটনা দু’টি ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লাগামী মোটরসাইকেলকে পেছন থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হন। নিহতদের একজন মো. কামরুল হাসান, তিনি সুহিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, অপর এক দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ফল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়ার নুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
আহতদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মুমূর্ষু অবস্থায় ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ ও গড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জেএইচ