বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৭ মে ২০১৭ , ১১:০২ পিএম


বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে

দেশের উভয় শেয়ারবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। পাশাপাশি বেশ উঠা নামা করেছে লেনদেন ও সূচক। ফলে বাজার জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  

বিজ্ঞাপন

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই) পর্যালোচনা করে এমন চিত্র ফুটে ওঠে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। ২১ পয়েন্ট বেড়ে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক অবস্থান করছে ১ হাজার ২৫৮ পয়েন্টে। ৪ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ২ পয়েন্টে।

বিজ্ঞাপন

ডিএসইতে ৬৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৬৩ কোটি ১৩ লাখ টাকা। ফলে লেনদেন বেড়েছে ১২০ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।  এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮১০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির শেয়ার।

বিজ্ঞাপন

এমসি/জেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission