'বড় কথা বলার আগে কৈফিয়ত দিন'

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৮:৩২ পিএম


'বড় কথা বলার আগে কৈফিয়ত দিন'

বিএনপি চেয়ারপারসনকে আমি বলব, বড় কথা বলার আগে নিজ শাসনামলে হত্যা-দুর্নীতিসহ সব দুষ্কর্মের কৈফিয়ত দিতে হবে। জাতির কাছে আপনাকে মাফ চাইতে হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার ভিশন ২০৩০’ এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধের কথা বলার আগে বেগম জিয়ার দুই পুত্রের প্রমাণিত দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা দেয়া উচিত ছিল। তার সময়ে হাওয়া ভবনে যে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দুর্নীতিকে একটি শিল্প বা ‘অর্গানাইজড সিস্টেমেটিক সিন্ডিকেটেড 
করাপশন অ্যাজ এন আটর্’ হিসেবে গড়ে তোলা হয়েছিল, দলবাজি-দুর্নীতিবাজি-পরিবারবাজি প্রতিষ্ঠা করা হয়েছিল, আগে তার কৈফিয়ত প্রয়োজন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়া নিরপেক্ষ সহায়ক সরকারের ফাঁকা বুলি আওড়ানো ষড়যন্ত্রের শামিল’।

‘দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে’ এ বক্তব্যের বিরোধিতা করে হাসানুল হক ইনু বলেন, ‘দেশ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, নিয়মিত নির্বাচন হচ্ছে। বিএনপিই তাদের ইচ্ছেমতো নির্বাচন করা ও বর্জন করার স্বেচ্ছাচারিতায় লিপ্ত।’

এসজে

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission