চিত্রনায়ক শাকিব খানের 'কথিত' বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
শনিবার বিকেলে জিডির বিষয়টি তিনি গণমাধ্যমে জানান। তবে গেলো ২৪ এপ্রিল তিনি শিল্পাঞ্চল থানায় জিডিটি করেন। জিডি নম্বর ১০৮৮।
খোকন আরটিভি অনলাইনকে বলেন, ইকবাল ও অজ্ঞাত ৪-৫ জন ২০ এপ্রিল বিকেল ৫টায় এফডিসির চলচ্চিত্র প্রযোজক সমিতির সামনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে।
সে আমাকেসহ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদেরও গালাগালি করে ও হুমকি দেয়। তাই আমি নিজের নিরাপত্তার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছি।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রযোজক ইকবাল হোসেন জয়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এসজে