ভূঞাপুরে বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ , ০৭:৪৩ পিএম


ভূঞাপুরে বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচ ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি ১৯৮১ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ এপ্রিল) ইবরাহীম খাঁ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। 
কর্মসূচির মধ্যে ছিলো উপহার প্রদান, র‌্যালি, দোয়া, পরিচিতি ও আলোচনা সভা।

এসএসসি ১৯৭৯ ব্যাচের ছাত্র সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সমন্বয়ে এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজির হোসেন, অধ্যাপক আনোয়ার ইমাম, অধ্যাপক লুৎফুল হক।

বিজ্ঞাপন

এ ছাড়াও এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার আনিসুল হক, ডেপুটি সেক্রেটারি খোকন, লেফন্ট্যান্ট কর্ণেল হাবিুর রহমান হাবিব, ড. আনিসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল। 

শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission