ঈদে মিশা সওদাগরের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ , ১১:৫৫ এএম


মিশা সওদাগর
মিশা সওদাগর

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ। সাধারণ মানুষদের পাশাপাশি এদিন ব্যস্ত সময় পার করছেন তারকারাও। পিছিয়ে নেই ঢালিউডের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। ইতোমধ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।    

বিজ্ঞাপন

বুধবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন মিশা।  

ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘পরিবার ছাড়া ঈদ করা কত যে কষ্টের এটা সেই বুঝবে যার সঙ্গে এটা ঘটেছে। তারপরও আমাদেরকে বাঁচতে হয়। 

বিজ্ঞাপন

আমাদেরকে চলতে হয়। আমাদেরকে কাজ করতে হয়। আমাদেরকে বলতে হয়। ঈদ মোবারক। পৃথিবীর সমস্ত মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠেছে মিশার কমেন্টসবক্সে। পাশাপাশি অভিনেতাকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।  

চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মিশা অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এই তালিকায় রয়েছে— ছটকু আহমেদ পরিচালিত 'আহারে জীবন'। ইকবাল পরিচালিত সিনেমা 'ডেডবডি' এবং পূজা চেরি ও আদর আজাদ অভিনীত সিনেমা 'লিপস্টিক’। যদিও এই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়।    

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission