জুলাই গণঅভ্যুত্থান কবিতা সংকলনে ফ্যাসিবাদীদের কবিতা দেওয়ার অভিযোগ

আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৩:১০ পিএম


জুলাই গণঅভ্যুত্থান কবিতা সংকলনে ফ্যাসিবাদীদের কবিতা দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

প্রকাশিত ‘জুলাই গণঅভ্যুত্থান কবিতা’ শীর্ষক সংকলন প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী লেখক ফোরাম।

বিজ্ঞাপন

রবিবার (২৭ জুলাই) দুপুরে বাংলা একাডেমির মূল গেটের সামনে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

আন্দোলনকারীদের অভিযোগ ‘জুলাই গণঅভ্যুত্থান কবিতা’ নামক যে সংকলনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, সেখানে প্রায় সাতাশটি কবিতা ফ্যাসিবাদী গোষ্ঠীর। এই কারণে বাংলা একাডেমিকে এখনো ফ্যাসিস্টদের অভয়ারণ্য হয়ে আছে।

বিজ্ঞাপন

কর্মসূচি থেকে বলা হয়, এই সংকলনের দুই সম্পাদককে তাদের দায়িত্ব পালনে অযোগ্যতা, ব্যর্থতা এবং ফেসবুকে অশালীন বক্তব্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে এই সংকলন প্রত্যাহার করতে হবে।

উপস্থিত বক্তারা বলেন, জুলাই চেতনা ধারণকারী কবিদের নিয়ে অবিলম্বে একটি সম্পাদনা পরিষদ গঠন করে নতুন করে লেখা আহ্বানের মাধ্যমে একটি সার্বজনীন ও গ্রহণযোগ্য সংকলন প্রকাশ করতে হবে। পাশাপাশি একাডেমিতে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগামী সাত দিনের মধ্যে এই দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তোলারও দাবি তোলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় সংগঠনটির সভাপতি শাহীন রেজা বলেন, বাংলা একাডেমি আমাদের মননের প্রতীক, এর ঐতিহ্য ও গাম্ভীর্য নষ্ট হতে দেওয়া যাবে না। দেশের সিনিয়র ও অভিজ্ঞ কবিদের বাদ দিয়ে এমন দুজন কবিকে সংকলনের সম্পাদনার দায়িত্ব প্রদান করা হয়েছে যারা কবি, কবিতা ও সম্পাদনা সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ। এটি শুধু জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী নয় বরং বাংলা একাডেমির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।

বিজ্ঞাপন

কর্মসূচি শেষে বাংলা একাডেমির মহাপরিচালকের নিকট এ বিষয়ে স্মারকলিপি দেন তারা।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission