কী এমন হলো
স্বাধীন বাংলায়? যে আবারও উত্তাল হয়ে উঠলো রাজাকার রাজাকার স্লোগানে
চারিদিকে ভয় আর আতঙ্কে কুঁকড়ে যাই আমি
পরিস্থিতি বুঝে ওঠার আগেই রাস্তায় নেমে পড়ে হাজার হাজার শিক্ষার্থী
উত্তাল হয়ে ওঠে টিএসসি, শাহবাগ, পল্টন, শান্তিনগর
মোড়ে মোড়ে বসে পুলিশের চেকপোস্ট
কিসের বুলেট কিসের কি? ক্যাম্পাসে ক্যাস্পাসে শুরু হয় গর্জন
‘বঙ্গবন্ধুর বাংলায় কোটার ঠাঁই নাই’
এরপর শুধুই গুলি আর গুলি
নিরীহ-নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদের বুক ভেদ করে চলে যাওয়া বুলেটে
রক্তাক্ত হয়ে যায় স্বাধীন বাংলার মানচিত্র
জনতার মুখে তখন শুধু ৫২’র ভাষা আন্দোলন আর
রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারের নাম
কি এমন হলো স্বাধীন বাংলায়?
রিকশাওয়ালা আজিজ চাচা কয়, ফের যুদ্ধ শুরু অয়া গ্যাছে
দেখলাম, সায়েন্সল্যাব মোড়ে যুদ্ধের ট্যাংক নামায়ছে
আরটিভি/আইএম