আরশিনগরের তৃতীয় সম্মেলন: সভাপতি রেজা, সম্পাদক পার্থ

আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১২:৫৭ পিএম


আরশিনগরের তৃতীয় সম্মেলন: সভাপতি রেজা, সম্পাদক পার্থ
ছবি: সংগৃহীত

‘অন্তরের ধ্যান মূর্ত হোক বোধের চিৎকারে’—এ স্লোগানকে ধারণ করে থিয়েটার গ্রুপ ‘আরশিনগর-ঢাকা’র তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 ‍শুক্রবার (১১ জুলাই) বিশ্বসাহিত্য কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

সম্মেলনের শুরুতে দলের প্রতিষ্ঠাতা সদস্য ফাল্গুনী শম্পা’র স্বামী আলী হাসান মোহাম্মদ গাউছুল হক ফিলিপ এবং দলের সদস্য সফুকা চৌধুরীর পিতা আবদুল কাদের চৌধুরীর সদ্যপ্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দলের সদস্যরা বিভিন্ন প্রযোজনা এবং দল সম্পর্কে তাদের স্মৃতিকথা, অনুভূতি ব্যক্ত করেন। 

বিজ্ঞাপন

অর্ধশতাধিক সদস্যের এই নাট্যদলটির অধিকাংশ অংশীজন মিলে নির্ধারণ করেন ১৫ সদস্যের নির্বাহী নতুন নির্বাহী পর্ষদ এবং ৫ সদস্যের উপদেষ্টা পর্ষদ।

২০২৫ থেকে ২০২৭ মেয়াদের এই নির্বাহী পর্ষদের সভাপতি হলেন দলের প্রতিষ্ঠাতা রেজা আরিফ ও সাধারণ সম্পাদক পার্থ প্রতিম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পলি পারভীন, অর্থ সম্পাদক স্নেহাশিস দেবনাথ, দপ্তর সম্পাদক ওয়াহিদ খান সংকেত, প্রচার সম্পাদক জিনাত জাহান নিশা, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক হাসান অমিত, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক শোভন চক্রবর্তী, কর্মশালা ও অনুষ্ঠান সম্পাদক আজামা শানুহু মৃন্ময়ী। 

বিজ্ঞাপন

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন—নাজমুল রিগান, শহিদ মৃধা, জারিন তাসনিম তুনতুন, ফাতিমা তুজ-জান্নাত অনন্যা, জেরিন চাকমা এবং প্রধান নির্বাহী সদস্য হিসেবে অনিক কুমার।
আরশিনগরের সাংগঠনিক, সাংস্কৃতিক ও দার্শনিক অভিপ্রায়কে সঠিকরূপে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রের প্রথিতযশা পাাঁচজন ব্যাক্তিকে নির্বাহী পর্ষদ দুই বছরের জন্য উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাবে মনোনীত করেন। তারা হলেন, প্রথিতযশা আবৃত্তিশিল্পী, অভিনেতা ও শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, বিশিষ্ট উন্নয়ন কর্মী ফারুক আহমেদ, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর এবং সাংবাদিক ও প্রকাশক খোকন কুমার রায়।ে

বিজ্ঞাপন

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission