images

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের গোপন ফিচার, জানেন না অনেকেই

বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ০৭:৫৩ পিএম

বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত যুক্ত করছে নতুন সব ফিচার। মেটার মালিকানাধীন এই অ্যাপে এমন অনেক সুবিধা রয়েছে, যা এখনও অনেক ব্যবহারকারীর অজানা। নিচে তুলে ধরা হলো হোয়াটসঅ্যাপের কয়েকটি কার্যকর কিন্তু অনেকের অজানা তিনটি ফিচার—

ভয়েসে টাইপিং!
চ্যাট ওপেন করলে সাধারণত নিচে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন আইকন দেখা যায়। মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো যায়—এটা অনেকেই জানেন। কিন্তু কিবোর্ডে থাকা আরেকটি ছোট মাইক্রোফোন আইকনের কাজ জানেন? ভাষা সেটিংসে গিয়ে নিজের পছন্দমতো ভাষা নির্বাচন করুন। এরপর কিবোর্ডে থাকা মাইক্রোফোনে ক্লিক করে কথা বললেই, সেটি স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর হয়ে স্ক্রিনে দেখা যাবে। টাইপ করার ঝামেলা ছাড়াই দ্রুত মেসেজ পাঠানো যাবে এই ফিচারে।

কিবোর্ডেই স্ক্যানার!
কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন? আগে কাগজে লেখা ছবি তুলে পাঠাতেন? এখন আর তা করতে হবে না। হোয়াটসঅ্যাপ কিবোর্ডে রয়েছে স্ক্যানার সুবিধা। মেসেজ বক্সে ট্যাপ করলেই আসবে অটোফিল অপশন। সেখানে ক্লিক করলেই কিবোর্ড স্ক্যানারে রূপ নেবে। এখন আপনি সহজেই কোনো কাগজের লেখা স্ক্যান করে পাঠাতে পারবেন, ছবি নয়—টেক্সট হিসেবে।

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট
রাস্তাঘাটে বা ভিড়ে হেডফোন ছাড়া ভয়েস মেসেজ শোনা অনেক সময় ঝামেলার হয়। এই সমস্যা দূর করতে হোয়াটসঅ্যাপ এনেছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। সেটিংসে গিয়ে এই অপশনটি অন করুন এবং পছন্দের ভাষা নির্বাচন করুন। এখন থেকে কেউ ভয়েস মেসেজ পাঠালে, সেটি লিখিত আকারে স্ক্রিনে দেখতে পাবেন। ফলে শুনে বোঝার দরকারই নেই।

আরও পড়ুন
TIKTOK

বাংলাদেশ থেকে যত ভিডিও সরাল টিকটক

টিপস: এসব ফিচার ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে। হোয়াটসঅ্যাপের এসব ফিচার ব্যবহার করে আপনি আরও দ্রুত, সহজ ও স্মার্টভাবে যোগাযোগ করতে পারবেন। চেষ্টা করে দেখুন, ব্যবহারেই বুঝবেন পার্থক্য!

আরটিভি/এসকে