শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ১২:৩৩ পিএম
মিরপুরের উইকেট নিয়ে লম্বা সময় ধরে অভিযোগ দিয়ে আসছে ক্রিকেটাররা। সবশেষ পাকিস্তান সিরিজে মিরপুরের উইকেটকে রীতিমতো শুলে চড়িয়েছেন পাক অধিনায়ক ও হেড কোচ। এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাই মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি।
সম্প্রতি চট্টগ্রামে ‘এ’ দলের প্রস্তুতি দেখতে গিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, মিরপুরের উইকেট মোটেও সন্তোষজনক নয়। এটা আমরা সবাই স্বীকার করি। এটা যে প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, সে প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে হবে হয়তো। আমি আশা করছি, সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এসব জায়গাতে।
এদিকে বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আলোচনাও করেছে। এরইমধ্যে তাদের সাক্ষাৎকারও শেষ হয়েছে। বিপিএলের পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি।
এ বিষয়ে ফাহিম বলেন, ভবিষ্যতে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দাঁড় করাব। আমাদের ইচ্ছে আছে, এ বছর যদি একটি অতিরিক্ত মাঠে বিপিএলটা করতে পারি, তিন থেকে চারটা ভেন্যু করতে পারি, খুবই খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব। পর্যায়ক্রমে যদি আমরা সাতটি দল নিয়ে বিপিএল করি, ছয়-সাতটা যদি আমাদের ভেন্যু থাকে, সেক্ষেত্রে বিপিএলটা অন্য লেভেলে চলে যেতে পারে।
আরটিভি/এসআর-টি