শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৫:১৪ পিএম
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা জয়ের বাংলাদেশকে হারের স্বাদ ভোগ করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পরের ম্যাচেই কামব্যাক করেছে টাইগার যুবারা। জিম্বাবুয়েকে ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে যুবারা।
শুক্রবার (১ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে ৮৯ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৮ উইকেট ও ৩৪.৫ ওভার হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ষষ্ঠ বলে রিফাত বেগ ডাক আউট হন। তিনে ব্যাট করতে নেমে কালাম সিদ্দিকী খেলেন ২০ রানের ইনিংস। এরপর দলের হাল ধরেন আজিজুল হক তামিম।
শেষ পর্যন্ত রিজান হোসেনের ২১ রান এবং তামিমের অপরাজিত ৪৭ রানে ভর করে ৮ উইকেট ও ৩৪.৫ ওভার হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পক্ষে কেবল ব্র্যান্ডন এন্দিয়েনি (২০), সিমবারাশে মুজেঙ্গেরে (১১) ও তাতেন্দা চিমুগোরো (১৬) দুই অঙ্কের ঘরে রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ইকবাল। এ ছাড়াও স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার দুটি করে উইকেট পান।
সিরিজে তিন দলীয় চারটি করে ম্যাচ খেলে ফেলেছে। তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। স্বাগতিক হয়েও এখনও কোনো ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে আরও একটি করে ম্যাচ খেলবে।
আরটিভি/এসআর