images

খেলা / ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ১২:৩৩ পিএম

বাংলাদেশের কাছে সিরিজ হারের পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে পাকিস্তান দল। যেখানে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত শুরু পেয়েছে ম্যান ইন ব্লুরা।

শুক্রবার (১ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৬৪ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা। এতে ৮ রানের জয় পায় পাকিস্তান।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটি থেকেই আসে ৭২ রান। তবে মোহাম্মদ নওয়াজের একটি ওভারই সবকিছু ওলটপালট করে ফেলে। ১২তম ওভারের প্রথম বলে ৩৫ রান করা জুয়েল অ্যান্ড্রুকে ফেরান তিনি। 

আরও পড়ুন
Webmag

চুক্তির মেয়াদ ও বেতন বাড়ল সালাউদ্দিনের

একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে তুলে নেন যথাক্রমে জনসন চার্লস ও গুতাকেশ মোতির উইকেট। এরপর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। যদিও শেষ দিকে শামার জোসেফ ও জেসন হোল্ডার ভালোই লড়েছেন। তবে তা যথেষ্ট ছিল না। 

হোল্ডার ১২ বলে ৩০ এবং শামার জোসেফ ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। এতে নির্ধারিত ওভার খেলে ৭ উইকেটে ১৬৪ রানে থামে তাদের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ফিফটির উপর ভর করে চ্যালেঞ্জিং এক পুঁজি দাঁড় করায় পাকিস্তান। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন আইয়ুব। এছাড়াও ফখর জামানের ২৮ এবং হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ২৪ রান।

আরটিভি/এসআর