বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৪:৫২ পিএম
আগামী ৫ আগস্ট ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী চুকবল দল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ চুকবল এসোসিয়েশন।
জানা গেছে, আগামী ৫ আগষ্ট ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং চ্যাম্পিয়ানশীপ শেষে ১১ আগষ্ট দেশে ফিরে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইতিমধ্যে উক্ত চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারী আদেশ এবং দলীয় সকল সদস্যর ভিসা সংগ্রহ করা হয়েছে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ বিমান বাহিনী ও কক্সবাজার টুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এসোসিয়েশন।
চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ এবং ভালো ফলাফলের জন্য বাংলাদেশ জাতীয় নারী চুকবল দল প্রায় তিন মাসেরও অধিক সময়ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে। সবশেষ ১৫দিন কক্সবাজারে কনডিশনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছে খেলোয়াড়রা।
এই টুর্নামেন্টে ২২টি দেশের ৪৮টি পুরুষ, নারী ও এম-৪০ নারী ও পুরুষ দল অংশগ্রহণ করছে। নারী বিভাগে বাংলাদেশসহ চাইনীজ তাইপে, হংকং, থাইল্যান্ড, ম্যাকাও, সিঙ্গাপুর, গ্রেট ব্রিটেন, ইতালি, ফান্স, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, ইন্ডিয়া, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া দল অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করবে চাইনীজ তাইপে, হংকং, থাইল্যান্ড, ম্যাকাও।
আরটিভি/এসআর