images

খেলা / ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১২:২১ পিএম

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ ঘিরে যে বিতর্ক ছড়িয়েছিল, সেটি অবশেষে মিটমাট হয়ে গেছে। 

বুধবার (৩০ জুলাই) দুই পরিবারের উদ্যোগে মুচলেকার মাধ্যমে সমাধান হওয়ায় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা নেওয়া বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমকে বলেন, দুই পরিবার বসে মিউচুয়ালি বিষয়টি মিটিয়ে ফেলেছি। শুরুতে পরিস্থিতি অনুকূলে ছিল না, তাই অভিযোগ তুলতে পারিনি। এখন পারিবারিকভাবে সমাধান হয়েছে। 

তিনি আরও বলেন, তাসকিন আমার ছোটবেলার বন্ধু, বাংলাদেশের ক্রিকেটে তার আরও অনেক কিছু দেওয়ার আছে। শুভকামনা জানাই, তবে পুরো ঘটনাটা আমাকে কিছুটা মানসিকভাবে আঘাত দিয়েছে, তাই সময় নিতে হবে।

সৌরভের খালা ঝুমা খান জানান, তাসকিনের বাবা-চাচা এসে সমাধান করেছেন। অভিযোগটি মূলত নিরাপত্তার জন্য করা হয়েছিল, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই অঙ্গীকার নেওয়া হয়েছে।

এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, এটি ছিল ভিত্তিহীন খবর। তার মতে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু তার সঙ্গে সরাসরি কোনো বিরোধ হয়নি।

আরটিভি/এমকে