images

খেলা / ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ডাবল হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার ইতিহাস

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৪:৫৬ পিএম

তিনটি টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বাগতিকদের টেস্টে হোয়াইটওয়াশ করেছিল অজিরা। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নিজেদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ক্যাবিরিয়ানরা।

কিন্তু সেখানেও মাইটি অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে প্রতিপক্ষের মাঠে চোখ রাঙিয়ে টেস্টের পর টি-টোয়েন্টিতে শতভাগ জয় তুলে নিয়েছে অজিরা। এতে ৮-০ ব্যবধানে দুটি সিরিজ জিতে দেশের ফিরছে অস্ট্রেলিয়া। এতে বেশ কয়েকটি ইতিহাস গড়েছে তারা।

আরও পড়ুন
ind_vs_pak

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিলের সুযোগ নেই ভারতের

২০২০ সালে প্রথমবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ভারতের গড়া ইতিহাসে ভাগ বসালো অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে সবকটিতেই তারা স্বাগতিক ক্যারিবীয়দের লজ্জায় ডুবিয়েছে। যা ফরম্যাটটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বার।

এ ছাড়াও দেশের বাইরের কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া যৌথভাবে তালিকার দুইয়ে আছে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। 

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের মোট ৯-০ ব্যবধানে হারিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফরও শেষ হলো শতভাগ জয় নিয়ে, ৮-০। 

উল্লেখ্য, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাইটি অস্ট্রেলিয়া।

আরটিভি/এসআর/আইএম