images

খেলা / ক্রিকেট

১৭ বছরেই ইতিহাস গড়লেন ফারহান আহমেদ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৫:৫২ পিএম

মাত্র ১৭ বছর বয়সেই ক্রিকেটবিশ্বে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের উদীয়মান অফ-স্পিনার ফারহান আহমেদ। ভাইটালিটি ব্লাস্টের শুক্রবারের (১৮ জুলাই) ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ২৫ রানে ৫ উইকেট শিকার করে নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবইয়ে।

এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বিশ্বের কনিষ্ঠতম বোলার, যিনি এক দলের বিপক্ষে প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন।

নটিংহ্যামশায়ারের হয়ে খেলা ফারহান, ম্যাচের ২০তম ওভারের শেষ তিন বলে লুক উড, টম অ্যাসপিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার বিধ্বংসী বোলিংয়েই ১২৬ রানে অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার। পরে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় নটিংহ্যামশায়ার। 

এই হ্যাটট্রিকের মাধ্যমে ফারহান নটিংহ্যামশায়ারের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন। এমনকি ফিল সল্ট ও জস বাটলারের মতো অভিজ্ঞ ব্যাটাররাও তার স্পিনের সামনে অসহায় ছিলেন।

আরও পড়ুন
ballinghum

বেলিংহ্যামের সফল অস্ত্রোপচার, রিয়ালের জন্য বড় ধাক্কা

উল্লেখ্য, ফারহান আহমেদ হলেন ইংল্যান্ড জাতীয় দলের লেগস্পিনার রেহান আহমেদের ছোট ভাই। বড় ভাইয়ের পথ ধরে তিনিও ক্রমেই হয়ে উঠছেন ক্রিকেটবিশ্বের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।  

আরটিভি/এসকে